নওগাঁর মান্দায় বায়োচার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় বসতভিটায় সবজি চাষ ও মাটির স্বাস্থ্য রক্ষায় বায়োচার ব্যবহার বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা সিসিডিবির বিজয়পুরস্থ কার্যালয়ে বুধবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিডিবির এরিয়া ম্যানেজার দরকা সেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক জিল্লুর রহমান, সিসিডিবির প্রোগ্রাম অফিসার কাউসার আল মামুন, ফিল্ড ফ্যাসিলিটেটর আল মামুন, কিছেন কাউন্সিলর আনদ্রিয়াস কিসকু সজল, কৃষ্ণা রানী প্রমুখ।

কর্মশালায় উপজেলার বিজয়পুর গ্রামের ২০জন নারী অংশগ্রহণ করেন।
স/শ