ধোনিকে ওপরের দিকে ব্যাট করানো উচিত ছিল : সৌরভ

ভারতের সাবেক দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর সৌরভ গাঙ্গুলীর সম্পর্ক ভালো ছিল না। বলা হয়ে থাকে, ধোনির কারণেই সৌরভের ক্যারিয়ার বাজেভাবে শেষ হয়েছিল। এবার ধোনির অবসরের পর তার ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তার মতে ধোনির ব্যাটিং পজিশন আরও উপরের দিকে হওয়া উচিত ছিল। এতে সে অনেক রান করতে পারত।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ধোনির গড় ৮২.৭৫। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডেতে ওই তিন নম্বরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন ধোনি। ওই ম্যাচে সৌরভ তিন নম্বরে ধোনিকে না পাঠালে বিস্ফোরক সেঞ্চুরিটা হয়তো করতেই পারতেন না। সৌরভ বলেছেন, ‘আমি অবসর নেওয়ার পরে বহুবার বলেছিলাম ধোনির উপরের দিকে ব্যাট করতে যাওয়া উচিত।’

ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক আরও বলেছেন, ‘ওয়ানডেতে শচীন যদি পুরো ক্যারিয়ারে ৬ নম্বরে ব্যাট করত, তাহলে সে কোনোদিনই আজকের এই জায়গায় এসে পৌঁছতে পারত না। ড্রেসিংরুমে ব্যাট হাতে বসে থেকে কেউ বড় ক্রিকেটার হতে পারে না। ধোনির ছক্কা মারার দারুণ ক্ষমতা ছিল। ক্যারিয়ারের শেষের দিকে ধোনি নিজের খেলার ধরন বদলে ফেলে। কিন্তু শুরুর দিকে ধোনি বিধ্বংসী ব্যাটিং করতে পারত।’

পাকিস্তানের বিপক্ষে বিশাখাপত্তনমের সেই ম্যাচে ধোনিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়ে সৌরভ বলেন, ‘চ্যালেঞ্জার ট্রফিতে ধো‌নি আমার দলের হয়ে ওপেন করতে নেমে একটা ম্যাচে সেঞ্চুরি করেছিল। ফলে ওর দক্ষতা এবং ক্ষমতা সম্পর্কে আমার ধারণা ছিল। সেই কারণেই বিশাখাপত্তনমে ধোনিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিলাম। ধোনি যখনই বেশি ওভার খেলার সুযোগ পেয়েছে, তখনই বড় রান পেয়েছে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ