ধামইরহাট পৌরসভা নির্বাচনে যারা কাউন্সিলর নির্বাচিত হলেন


ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন নির্বাচিত হয়েছে। তৃতীয় দফায় গত শনিবার ১৫ বছর পর ধামইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে জেসমিন সুলতানা (আ.লীগ),২নং ওয়ার্ডে শাহানাজ বেগম (আ.লীগ) এবং ৩নং ওয়ার্ডে মিনু আরা (আ.লীগ) বিজয়ী হয়। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আলতাফ হোসেন (বিএনপি),২নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত মুক্তাদিরুল হক মুক্তা (আ.লীগ),৩ নং ওয়ার্ডে মাহবুব আলম বাপ্পী (আ.লীগ),৪নং ওয়ার্ডে একরামুল হোসেন (আ.লীগ),৫নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত ইব্রাহিম হোসেন (আ.লীগ),৬নং ওয়ার্ডে উমর ফারুক (বিএনপি),৭নং আমজাদ হোসেন (আ.লীগ),৮নং ওয়ার্ডে মেহেদী হাসান (আ.লীগ) এবং ৯নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত আব্দুল হাকিম (আ.লীগ) জয়লাভ করেন।

এছাড়া মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকধারী বর্তমান মেয়র মো.আমিনুর রহমান ৭ হাজার ৯শত ৮৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী চপল পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ মার্কা এডভোকেট আইয়ুব হোসেন পেয়েছেন ৩শত ৬৩ ভোট।

নির্বাচনে মোট ১২ হাজার ৬শত ৪০ ভোটের মধ্যে ১১ হাজার ৬শত ৪৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অবৈধ ভোটার সংখ্যা ছিল ২৫১টি। ভোটার উপস্থিতির হার ছিল ৯২.১৪ ভাগ।

স/জে