ধামইরহাটে ১১ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার


ধামইরহাট প্রতিনিধি:

ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার বিপরীতে নির্বাচন করায় আ’লীগের ১১ জন বিদ্রোহী প্রার্থীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন,গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আ’লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অমান্য এবং গঠনতন্ত্র ৪৭ ধারা মোতাবেক ১১ জন নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন-ধামইরহাট ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম,আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ’লীগের সহসভাপতি আব্দুল লতিফ মীর,আলমপুর ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সদস্য বেলাল হোসেন সরদার,ওই ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মুসা,উমার ইউনিয়নে সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সহপ্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার,ইউনিয়ন যুবলীগের সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম,

আড়ানগর ইউপিতে ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক রকিফুল ইসলাম রকেট,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান,জাহানপুর ইউপিতে সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সদস্য বর্তমান ইউপি চেয়ারম্যান ওসমান আলী,ইসবপুর ইউপিতে ইউনিয়ন আ’লীগের সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল এবং খেলনা ইউপিতে ইউনিয়ন আ’লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো.দেলদার হোসেন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,আলমপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন,সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।