ধামইরহাটের সরকারি গুদামে আমন ধান সংগ্রহ শুন্যের কোঠায়

ধামইরহাট প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে সরকারি খাদ্য গুদামে চলতি আমন ধান সংগ্রহের অভিযান শুন্যের কোঠায়। সরকারি মূল্যের চেয়ে খোলা বাজারে ধানের মূূল্য বেশি থাকায় খাদ্য গুদামে ধান দিতে অনীহা দেখাচ্ছেন কৃষকগণ। সময় বাড়িয়েও এক ছটাক ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন ধান-চাল সংগ্রহ মৌসুমে এ উপজেলায় ধান সংগ্রহের অভিযান চালানো হয়। উপজেলার তিনটি খাদ্য গুদামে ২৭ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫৬ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বার বার সময় বাড়িয়ে দেওয়ার পরও উপজেলার তিনটি খাদ্যগুদামে এক ছটাক ধানও সংগ্রহ হয়নি।

তবে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ২শত ৫১ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ হয়েছিল। যা পুরোপুরি বাস্তবায়িত হয়েছে।এছাড়া ২৮ টাকা কেজি দরে এ উপজেলায় ২৫৬ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত ১শত ১৫ মে.টন গম সংগ্রহ করা হয়েছে।

উপজেলার মইশড় গ্রামের কৃষক ফারুক আজিজ কামাল বলেন, সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে খোলা বাজারে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা কোন ঝামেলা ছাড়া বিক্রি হচ্ছে।

ধামইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আতাউর রহমান বলেন, চলতি খোলাবাজারে ধানের মূল্য বেশি হওয়ার কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে অনীতা দেখাচ্ছেন। উল্লেখ্য এবার ধামইরহাট উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এতে ফলন হয়েছে প্রায় ১ লাখ মে.টন ধান।

জি/আর