ধামইরহাটে ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ী আটক

ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ২৬৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।
র‌্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে সোমবার ভোর ৫টায় রুপনারায়নপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার রুপনারায়ণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আসমাউল হোসেন (২৬) এর টিনশেড বসত ঘরের শয়ন কক্ষ থেকে ২৬৮ বাতল  ফেন্সিডিল সহ আসমাউল হোসেন এবং মোশারফ হোসেন (৩৬) কে হাতেনাতে আটক করা হয়।
আটক মোশারফ হোসেন জয়পুহাটের পাঁচবিবি উপজেলার বহরমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক ব্যবসায়ীরা নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পরস্পর যোগসাজসে অবৈধভাব সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন।
আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।