ধামইরহাটে কেরাম খেলা নিয়ে মাথা ফাটলো কিশোরের, থানায় অভিযোগ

ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরের মাথা ফাটলো। পরে ওই কিশোরের পিতা দুইজনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকার কামরুজ্জামান ওরফে লিটনের ছেলে মোস্তাকিম আহমেদ (১৭) ও মঙ্গলবাড়ী সেন্টারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো.জিসানসহ অন্যরা মঙ্গলবাড়ি সিরাজিয়া উচ্চ বিদ্যালয়ের বারান্দায় কেরাম খেলছিল। খেলা চলাকালিন দুইজনের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে জিসান তার বড় ভাই শওকত (৪০) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে মোস্তাকিম এর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়দের সহায়তা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়।

অভিযুক্ত শওকত জানান, তার ভাইকে প্রথমে আঘাত করা হয়েছে। রাগের মাথায় আমি মোস্তাকিমকে আঘাত করি। তবে সে মাথা ফাটার ঘটনা অস্বীকার করে।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/অ