ধামইরহাটে কেজি দরে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীর জরিমানা


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে গ্রাহক পর্যায়ে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় ধামইরহাটের আমাইতাড়া বাজারে ভোক্তার অধিকার লঙ্ঘন করে দুটি তরমুজ ব্যবসায়ী কেজি দরে বিক্রি করছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক অভিযান চালায়।

অভিযানে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে তরমুজ ব্যবসায়ী আফতাব হোসেন ও আনিছুর রহমানকে ৫শত টাকা করে দুটি দোকানের ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশের উপপরিদর্শক হারুন অর রশীদ,ভ্রাম্যমাণ আদালতের পেসকার মেহেদী হাসান, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমানসহ সুধী মহল উপস্থিত ছিলেন।

এদিকে এলাকাবাসী এ অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার দাবী জানান। তরমুজ কিনতে আসা ভোক্তা উজ্জল হোসেন বলেন, আমাইতাড়া বাজারে তরমুজ কিনতে গেলে ৫০ টাকা কেজি দাম চায়, এ সময় দুই কেজি তরমুজ চাইলে তারা দিতে অপারগতা প্রকাশ করে বলেন, কিনলে একটি তরমুজ পুরোটাই কিনতে হবে, একটি তরমুজের ওজন ৮ কেজি, সে হিসেবে ৪শত টাকা দিয়ে তরমুজ কেনার উপায় নেই ভোক্তা উজ্জলের।

এএইচ/এস