ধামইরহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পৌরসভা,উমার ও ধামইরহাট ইউনিয়নের ১ হাজার ৩ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আলোকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫কেজি আউশ ধানবীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল)  দুপরে উপজেলা চত্বরে এ কর্মসূচী উদ্বোধন করেন  উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন ,এসিআই মোটরসের নওগাঁ এরিয়া হেড মাসুদ রানাসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।

এর আগে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী সরকারের ভর্তুকি মূল্যে ধান মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন উপজেলর পূর্ব চকপ্রসাদ গ্রামের কৃষক রহিদুল ইসলাম এর মাঝে বিতরণ করেন। এসিআই মোটরস এর ৩২ লক্ষ টাকা মূল্যের হারভেস্টার সরকারের ভর্তুকি মূল্য দিয়ে কৃষককে ১৪ লক্ষ ৫০ হাজার টাকায় দেয়্ হয়।

এস/আই