ধামইরহাটে আনন্দ উৎসাহে বাংলা বর্ষবরণ উদযাপিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে প্রাণের আনন্দের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুধীমহলের অংশ গ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে মিলিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, শিশু সুরক্ষা কর্মকর্তা প্রদীপ হাঁসদা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, চকময়ররাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী প্রমুখ।

এদিকে বাংলা বর্ষবরণ  পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা সদরে শহীদ স্মৃতিসৌধ চত্ত্বরে এক মেলার আয়োজন করা হয়। মেলার বিভিন্ন পণ্যের দোকান বসে।

এস/আই