দেশে কিউন্যাপ ডুয়াল কনট্রোলার স্টোরেজ সার্ভার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে এনেছে কিউন্যাপ ব্র্যান্ডের প্রথম ডুয়াল কনট্রোলার বেইস্ড নেটওয়ার্ক এটাচ্ড স্টোরেজ সার্ভার।

এই ব্র্যান্ডের স্টোরেজ সার্ভারটি দেশে প্রথম আনলো প্রতিষ্ঠানটি। মূলত এটি একটি হাইপার কনভার্জড এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্টোরেজ। যার মডেল টিডিএস-১৬৪৮৯ইউ।
কিউন্যাপ টিডিএস-১৬৪৮৯ইউ এ আছে ডুয়াল ইন্টেল জিওন ই-৫ প্রসেসর। সঙ্গে এক টেবারাইট র‌্যাম সম্প্রসারণের সুবিধা। এছাড়াও এই স্টোরেজগুলোতে রয়েছে ৪০ জিবিই রেডি নেটওয়ার্ক পোর্ট (এস.এফ.পি প্লাস)।

মূলত স্টোরেজটি ডিজাইন করা হয়েছে বিগ ডাটা কম্পিউটিং এবং বিভিন্ন ধরনের মিশনে ক্রিটিক্যাল টাস্ক সম্পন্ন করার জন্য। এতে এন্টারপ্রাইজ নেটওর্য়াক স্টোরেজ ফিচারও রয়েছে। সঙ্গে  ১২ জিপি/এস স্যাস ড্রাইভার্স এবং ৪০ জিবিই সমন্বিত নেটওয়ার্ক পোর্ট।

গ্লোবাল ব্র্যান্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টি.ডি.এস ১৬৪৮৯ইউ ব্যবসার জন্য একটি দক্ষ, আকার পরিবর্তনযোগ্য এবং অতুলনীয় ইউনিফাইড স্টোরেজ সলিউশন প্রোডাক্ট। এর ন্যাস ও আইপি স্যান প্রোটোকল সম্পন্ন করবে ডাটা স্টোরেজ, ফাইল এবং ব্লক ডাটা শেয়ারিং ব্যাকআপ কার্যক্রম খুবই দক্ষতার সাথে।

৫ বছরের ওয়ারেন্টিসহ স্টোরেজ সার্ভারটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের প্রধান শাখায়।

সূত্র : টেকশহর