দেশের ফুটবলে ভিনদেশি সমর্থক

কিংস অ্যারেনায় আজ ছিল না বসুন্ধরা কিংসের ম্যাচ, তাই ছিল না দর্শকদের আনাগোনা। শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার ম্যাচ বলেই আগ্রহটা কম ছিল বাংলার সমর্থকদের। কিংস অ্যারেনায় দেশি সমর্থকদের তেমন উপস্থিতি না থাকলেও গ্যালারিতে আলাদা নজর কেড়েছে্ন ভিনদেশি চার সমর্থক। কিংস অ্যারেনার প্রবেশমুখের ঠিক বাঁ পাশের গ্যালারিতে ম্যাচ উপভোগ করছিলেন তাঁরা।

গ্যালারিতে গিয়ে জানা গেল, তাঁরা সবাই জাপানিজ।

চলতি লিগে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলছেন দুই জাপানিজ ফুটবলার সোমা ওতানি ও তেতসুয়াকি মিসাওয়া। গ্যালারিতে থাকা জাপানি সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেল, এই দুই ফুটবলারের সঙ্গে তাদের নেই কোনো রক্তের সম্পর্ক। এমনকি তাদের ছিল না পূর্ব পরিচিতি। এই দুই ফুটবলার শুধুমাত্র জাতিগত ভাবে জাপানিজ বলেই তাদের সমর্থন করতে মাঠে এসেছেন বলে জানালেন ৩৬ বছর বয়সী সুক্কা,’ আমরা দুই জাপানিজ ফুটবলারের কারণে খেলা দেখতে এসেছি। তাঁরা আমাদের আত্মীয় বা বন্ধু নয়, তাঁরা জাপানিজ তাই তাদের খেলা দেখতে এসেছি। কিছুদিন আগে জানতে পারি , আমাদের দেশের দুইজন বাংলাদেশের ক্লাবে খেলে। পরে খোঁজ নিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করি। ‘

চার বছরের ছোট্ট মেয়েকে সঙ্গে করে কিংস অ্যারেনায় ম্যাচ দেখতে আসেন ৩৪ বছর বয়সী সুক্কা। ব্যবসার কাজে দুই বছর ধরে ঢাকায় বাস করছেন তিনি। দুই জাপানিজের টানে এই প্রথম ঢাকার কোনো মাঠে খেলা দেখতে ছুটে এসেছেন তিনি,’ আমি ফুটবল ম্যাচ উপভোগ করি। মূলত ওতানি ও তেতসুয়াকির কারণে এখানে এসেছি। আমাদের উচিত একজন জাপানিজ হিসেবে তাঁদের সমর্থন দেওয়া। ‘

ম্যাচটি মুক্তিযোদ্ধা জিতেছে ৩-০ গোলে। দলের প্রথম গোল এনে দিয়েছিলেন জাপানিজ ফরোয়ার্ড সোমা ওতানি। গ্যালারিতে বসে তাঁর গোল দেখতে পেয়ে রোমাঞ্চিত এই জাপানিরা। ম্যাচ শেষে সুক্কার চার বছর বয়সী মেয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় ওতানি ও মিসাওয়াকে।

 

সূত্রঃ কালের কণ্ঠ