বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশের জন্য সবার দায়িত্ব রয়েছে : সুবর্ণা মুস্তাফা

Paris
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ৫:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৫-২০১৬ অর্থবছরে অভিনেতা/অভিনেত্রী শ্রেণিতে প্রথম  সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে বিবেচিত হয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা।

এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে সুর্বণা মুস্তাফা বলেন, ‘দেশপ্রেম তো বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়। দেশের জন্য আমাদের সবার দায়িত্ব রয়েছে। দেশের আয়কর  প্রদান  করে যে  স্বীকৃতি  আমি পেলাম এটা সত্যিই আনন্দের। ভালো লাগছে এই ভেবে যে দেশের জন্য সরাসরি অবদান রাখতে পেরেছি। যদিও সেটা ছোট পরিসরে। ’

সুর্বণা মুস্তাফা আরো বলেন, ‘এবার  জাতীয় রাজস্ব বোর্ড  থেকে আয়কর প্রদানকারী  সর্বমোট ১৪২ জন ট্যাক্স কার্ড ও  ট্যাক্স কার্ড সম্মাননাপত্র  পেয়েছেন। এই তালিকায় অভিনয়শিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায়, আফজাল হোসেন, ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফিও আছেন। আমি মনে করি, তারকারা আয়কর দিলে সাধারণ মানুষরা কর দিতে অনেক উৎসাহী হবেন।  আয়কর  ঠিক মতো দিলে  ট্যাক্সকার্ডও পাবেন  তাঁরা। এর সুবিধাও অনেক  আছে। সব থেকে বড় কথা হলো, দেশের প্রতি দায়িত্ব তো সবার পালন করা প্রয়োজন।’

বাংলাদেশের বেশির ভাগ তারকা নিয়মিত আয়কর দেন বলেও জানান সুর্বণা মুস্তাফা।

সূত্র: এনটিভি

সর্বশেষ - বিনোদন