মঙ্গলবার , ৪ জুন ২০১৯ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দেশবাসীকে মাশরাফিদের ঈদের শুভেচ্ছা (ভিডিও)

Paris
জুন ৪, ২০১৯ ৫:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপ খেলার কারণে এবারও দেশের বাইরে ঈদ উদযাপন করেছেন টাইগাররা। ইংল্যান্ড থেকেই দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইংল্যান্ডে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলাবর ছিল ঈদের দিন। এদিন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরারি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের তো ঈদ এখানেই। খেলাই আমদের ঈদ। আপনারা ঈদ করুন। দোয়া করবেন আমাদের জন্য।’

সবশেষ ত্রিদেশীয় সিরিজে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের এ অলরাউন্ডার বলেন, ‘ঈদের জন্য পাঞ্জাবি পায়জামা দেশ থেকেই নিয়ে এসেছি। ঈদে সেরকম কোনো পরিকল্পনা নেই,পরিবার ছাড়া এই প্রথম ঈদ। টিমের সবার সঙ্গে ঈদ করা সত্যিই অন্যরকম। আশা করি দেশের সবাই ভালোভাবে ঈদ করবেন। সবাইকে ঈদ মোবারক।’

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

সর্বশেষ - খেলা