দুর্গাপুরে মৎস্য চাষীদের সাথে নাবিল কোম্পানির মতবিনিময়

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে নাবিল ফিড মিল্স লিমিটেডের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা চককৃষ্ণপুর দাখিল মাদরাসায় স্থানীয় মৎস্য ও পোল্ট্রি খামারিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাবিল ফিড মিল্স লিমিটেড-এর বিজনেস হেড রাজিব আল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাবিল গ্রুপের ডাইরেক্টর অপারেশনস সাবেক মেজর পরামুদ্দীন হোসেন। মার্কেটিং ম্যানেজার শরিফ আল হাসান-এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিস এক্সপাট ফিসারিজ অফিসার রুহুল আমিন, নাবিল ফিস ফিডের ডিলার ফরহাদ হোসাইন দোয়েল। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত চাষীদের উদ্দেশে প্রধান অতিথি পরামুদ্দীন হোসেন বলেন, গুনগত মানসম্পন্ন ফিড উৎপাদন ও সরবারহ করে পোল্ট্রি ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থ-সামাজিক উন্নয়নে নাবিল ফিড মিল্স লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি চাষীদের নাবিল ফিডের গুণগতমানের দিক বিবেচনা করে ব্যবহারের জন্য আশাবাদ ব্যক্ত করেন।

স/শা