দুর্গাপুরে মৎস্যচাষির দেড় লাখ টাকা ছিনতাই

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে এক মৎস্য চাষির এক লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার কুহাড় গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় এদিন রাতেই দুর্গাপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মৎস্য চাষী জালাল উদ্দিন। জালাল উদ্দিনের বাড়ি উপজেলার কুহাড় গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে সৎস্য চাষী জালাল উদ্দিন দুর্গাপুর সদরে অবস্থিত একটি ব্যাংক থেকে ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরে যান। পরে তিনি লিজকৃত পুকুরের জমির খাজনা পরিশোধের উদ্দেশ্যে ওই টাকাগুলো নিয়ে বাড়ি থেকে বের হন। পথে কুহাড় তাহেরের মোড়ে পৌঁছালে ওই এলাকার নবী, সুজনসহ কয়েকজন অস্ত্রের মুখে জালাল উদ্দিনকে জিম্মি করে তার কাছে থাকা টাকাগুলো ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

এবিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

স/শা