দুর্গাপুরে বিএনপির ২০ মিনিট অবস্থান কর্মসূচী, তবুও নেই নেতাকর্মী

দুর্গাপুর প্রতিনিধি :

চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নৃত্য পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সীমানাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি। তবে এই কর্মসূচী বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত করার কথা থাকলেও মাত্র ২০ মিনিটেই বিএনপির এই অবস্থান কর্মসূচী শেষ করা হয়।

এই অবস্থান কর্মসূচীটি অনুষ্ঠিত হয় সিংগা বাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমানের বাড়ি পাশে হোজা নদীর ধারে। এই কর্মসূচীতে বিএনপির অন্তদ্বন্দ্বের কারনে একাধিক গ্রুপের মধ্যে একটি গ্রুপের নেতাকর্মীরা অংশনেন। দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়ের হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপনের সঞ্চালনায় বিএনপির প্রতিবাদ ও দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এদিকে বিএনপির কয়েকজন নেতাকর্মীরা জানান, আওয়ামী সন্ত্রসী হামলা ও পুলিশি হামলার আশঙ্কায় এই কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও আমাদের এই কর্মসূচিতে বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।