দুর্গাপুরে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আত্মসাতের অভিযোগ এনে একই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহসভাপতি নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পানানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব জমিতে ১৭টি ডাব গাছ ছিলো। গাছগুলো থেকে এ প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে প্রায় ১০ হাজার টাকার ডাব বিক্রি করেছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের অন্য সদস্যরা ডাব বিক্রির টাকা প্রতিষ্ঠানে কোন খাতে ব্যয় করা হয়েছে জানতে চান। কিন্তু তা জানাতে পারেননি প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক।

এমন ঘটনায় প্রতিষ্ঠানের কমিটির সদস্যদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের সুষ্ঠু সমাধানের জন্য প্রতিষ্ঠানের সহসভাপতি নজরুর ইসলাম ও পি.টি.আই কমিটির সভাপতি মকছেদ আলী বাদি হয়ে এই অভিযোগটি দায়ের করেন।

স/শা