নওগাঁয় মৌসুমী আন্ত:স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে নতুন ভাবে তুলে ধরার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় মৌসুমী আন্ত:স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
ইকরকুড়ি উচ্চ বিদালয় মাঠে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান।
নওগাঁর বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৌসুমীর পরিচালক ইরফান আলী, প্রকল্প পরিচালক উজ্জীবিত আব্দুর রউফ পাভেল, নওগাঁ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম আহবায়ক রোকনুদৌল্লা রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ১০টি স্কুল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আল ফারুক ইসলামী একাডেমী ৪১ পয়েন্ট ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ৩১ পয়েন্ট অর্জন করে। আগামী রোববার প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
স/অ