দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার গবাদিপশু

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ১০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার গবাদিপশু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী।
বুধবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই গবাদিপশু বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়,সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত নির্বাচিত সুফলভোগীদের ১০জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে উন্নতজাতের একটি করে সংকর জাতের বকনা গরু, গৃহ নির্মান উপকরণ শেড, গবাদিপশুর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুল কাদির। অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু আনাছ-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কে,জে,এম আব্দুল আউয়াল,দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার মসিউর রহমান,দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী,আওয়ামীলীগ নেতা প্রভাষক আমিনুল হক টুলু প্রমূখ।