দুর্গাপুরে কলেজ ছাত্রীকে মোটরসাইকেলের ধাক্কা: চালকের বাড়িতে হামলা

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে কলেজ ছাত্রীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেওয়ার জের ধরে চালক কলেজ ছাত্রের বাড়িতে গিয়ে বাবা -মায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর এলাকার রৈপাড়া গ্রামের সাবেক কউন্সিলর আমানুল্লাহ রুবেলের কলেজ পড়ুয়া মেয়ে রাফা আন্নন (১৬) শনিবার সকালে দুর্গাপুর ডিগ্রী কলেজ থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

 

পথে সিংগা গ্রামের  খোদবক্স এর ছেলে মামুনুর রশিদ মামুন (২৩) পিছন থেকে মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়। এতে ওই কলেজ ছাত্রী রাস্তার পাশে বই খাতা নিয়ে পড়ে যায়। পরে রাফা সেখান থেকে উঠে মামুনকে খুজতে থাকে। এক পর্যায়ে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মামুনকে দেখতে পেয়ে ওই কলেজ ছাত্রী মামুনের সাথে তর্কে জড়িয়ে পড়ে।

 

একপর্যায়ে রাফা ক্ষিপ্ত হয়ে মামুনকে থাপ্পড় মারে। এসময় মামুনও আবার তাকে থাপ্পড় মারে। পরে স্থানীয় লোকজন তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কলেজ ছাত্রী রাফার পিতা খবর পেয়ে খিপ্ত হয়ে ১০/১৫জন লোক নিয়ে গিয়ে মামুনের বাড়িতে হামলা করে। এসময়  মামুনের পিতা খোদাবক্স ও মা মাহামুদা বেগম এবং চাচাতো ভাই বাবলুকে মারধর করা হয়। এতে তারা তিনজনই আহত হন।

 

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম সিল্কসিটি নিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

স/আ