দুর্গাপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ, বিক্রির অপরাধে জরিমানা

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ৫৫ পিস কারেন্ট জাল জব্দ ও অবৈধ ভাবে এ জাল  বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলার হাটকানপাড়া বাজারে অভিযান পরিচালনা করে ব্যবসায়ী সুমন ও আব্দুল গাজীকে এ জরিমানা করা হয়।

 

জানাগেছে,  শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার ও উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী আতিয়াহ তইয়েবী সংঙ্গীয় পুলিশ ফোস নিয়ে উপজেলার হাটকানপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে প্রায় ৫৫ টি কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় ওই বাজারে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে ব্যবসায়ী সুমনের কাছ থেকে ১০ হাজার টাকা ও আব্দুল গাজীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

 

পরে উদ্ধারকৃত কারেন্ট জালগুলো কানপাড়া কালাচান্দের মাজারের সামনে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট আক্তারুন্নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজী আতিয়াহ তইয়েবী, মৎস্য স্প্রসারন কর্মকর্তা সানজিদা খানমের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধংস্ব করা হয়।

স/অ