দুবাই থেকে ফিরে আরিফিন শুভ কোয়ারেন্টিনে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

চিত্রনায়ক আরিফিন শুভ অপো মোবাইলের একটি বিজ্ঞাপনে অংশ নিতে দুবাইয়ে গিয়েছিলেন। কাজ শেষ করে দুবাই থেকে ফিরে সবার থেকে আলাদা থাকছেন এই নায়ক। বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো বড় ক্রাইসিস আসেনি। তবে আজকের বাংলাদেশ ১৫-২০ বছর আগের বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। আমরা বিশ্বাস করোনা ভাইরাস আমাদের কিছুই করতে পারবে না।’

ঢাকা অ্যাটাক খ্যাত এই নায়ক আরও বলেন, ‘আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়েছি। এরকম ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আমি বাসা থেকে বের হতাম না। আমার কাছে সেনিটাইজার, মাস্ক আছে। আমি কোনো দরজার হ্যান্ডেল ধরার আগে ও পরে সাথে সাথেই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলছি। চেষ্টা করছি কোনো পাবলিক প্লেসে না যাওয়ার। বন্ধুদের সাথেও দেখা না করার চেষ্টা করছি এখন।

আমার ভক্ত ও সবাইকে একটাই অনুরোধ করবো সাবধানে থাকুন। শুনতে পাচ্ছি চাইনাতে অনেকটা রিকভার করেছে। আমেরিকাতে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের পথে। আসুন কিছুদিন আমরা সরকারের পরামর্শ ও ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের পরামর্শ মেনে চলি। আমি বিশ্বাস করি আমরা এটা ওভারকাম করতে পারবো।’

করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। করোনা প্রতিরোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে এরই মধ্যে।