আইফোনের কম দামি সংস্করণের স্টক সীমিত থাকবে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আর মাত্র একদিন পরেই অ্যাপলের ইভেন্টে তিনটি নতুন আইফোনের নাম জানা যাবে।

এরমধ্যেই জানা গেছে, নতুন আইফোনগুলোর মধ্যে সবচেয়ে কম দামি সংস্করণটি সীমিত আকারে বাজারে ছাড়া হবে।

এ মডেলটির নাম হতে পারে ‘আইফোন এক্সসি’। ফোনটির ডিজাইনের সঙ্গে আইফোন ১০ এর ডিজাইনের অনেকটাই মিল থাকবে। তবে ওএলইডি নয়, এতে থাকবে এলসিডি ডিসপ্লে প্যানেল। একারণে এর দামও কিছুটা কম হবে।

কিন্তু ডিভাইসটির জন্য এলসিডি ডিসপ্লে তৈরি করা নিয়েই বিপদে পড়েছে অ্যাপল। ৬ দশমিক ১ ইঞ্চি মডেলটির এলসিডি প্যানেলের জন্য ব্যাকলাইট তৈরিতেই মূল ঝামেলা দেখা দিয়েছে।

তাই উন্মোচনের পর সীমিত সংখ্যায় বাজারে ছাড়া হবে ‘আইফোন এক্সসি’ মডেলটি।

এদিকে, মডেলটির নাম আসলেই ‘এক্সসি’ রাখা হবে কিনা তা নিয়ে অনলাইনে শুরু হয়েছে বিতর্ক। অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যাপল এ মডেলটির নাম দেবে ‘এক্সআর’। যুক্তি হিসেবে তারা জানিয়েছে, ওএলইডি ডিসপ্লে সমৃদ্ধ মডেলটির নাম হবে ‘আইফোন এক্সএস’। ইংরেজি বর্ণমালায় ‘এস’ এর আগে ‘আর’ আসে। তাই কম দামি মডেলটির নাম ‘এক্সআর’ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

গ্যাজেটস নাউ অবলম্বনে