দুবাইয়ে তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে দুবাই নিবাসী ভারতীয় বংশোদ্ভূত সফদার আব্বাস জাইদি নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা করেছে হায়দরাবাদ পুলিশ।

ডিএনএ’র প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছরের ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, সফদার আব্বাস জাইদির সঙ্গে হায়দরাবাদের সফটওয়্যার সংস্থায় কাজ করতেন তিনি। ওই সময় তাদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে জোর করে ধর্মান্তরিত করেন সফদার। এরপর দুবাইয়ে যান তাঁরা। সবরকম ধর্মীয় আচার মানতে তাঁকে বাধ্য করা হয়। এমনকি হিজাবও পরেন। নাম পরিবর্তন করে ফাতিমা জেহরা হন তিনি। তবে ৪ বছর থাকার পরও তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন সফদার আব্বাস জাইদি।

হায়দরাবাদে ফিরে এসে জাইদির নামে মামলা দায়ের করেছেন ওই তরুণী। তাঁর অভিযোগ, ধর্মান্তরিত করার জন্যই এই কৌশল নিয়েছিল সফদার। তাঁর নাম পরিবর্তন সংক্রান্ত নথিও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।