দুদকের হাতে ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
ঘুষের ২৫ হাজার টাকাসহ নাটোরের লালপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মদকে আটক করেছে দুর্ণীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে নিজ অফিস থেকে তাকে আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী কহিনুর বেগমের ছেলে তার মায়ের পেনশনের টাকা উত্তোলন করতে যায়। এসময় উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোমিন আহম্মদ ২৫হাজার টাকা ঘুষ দাবী করে। পরে কহিনুর বেগমের ছেলে রাজশাহী দুদক কার্যালয়ে অভিযোগ করেন। পরে বুধবার দুপুরে কহিনুর বেগমের ছেলে ঘুষের ২৫হাজার টাকা দিতে গেলে হাতে নাতে হিসাবরক্ষন কর্মকর্তাকে আটক করে দুদক কর্মকর্তারা। পরে লালপুর থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় দুদক রাজশাহী বিভাগী কার্যালয়ের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া, উপ-পরিচালক ফাইয়াজ আলম, উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন এবং রাশেদুল ইসলাম।

স/অ