বাংলার আইনের বিরুদ্ধে দিল্লির পথে ভারতের ১০ হাজার ডাক্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক: জাতীয় কালো দিন’-এর পর এ বার ‘দিল্লি চলো’৷ আর, এ ভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় চালু আইনের বিরুদ্ধে, এ বার দিল্লির পথে হাঁটলেন সে দেশের বিভিন্ন প্রান্তের ডাক্তাররা৷

বেসরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের অব্যবস্থা এবং চিকিৎসায় অবহেলার বিভিন্ন ক্ষেত্রে অভিযোগের নিষ্পত্তি সহ এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় চালু হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল৷ চালু এই আইনের বিরোধিতা করে এবং এই আইনের বেশ কিছু ধারার সংশোধনের দাবিতে গত ২৭ এপ্রিল ‘জাতীয় কালো দিনে’র ডাক দিয়েছিল আইএমএর সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি৷

যদিও, দেশ জুড়ে ওই ‘কালো দিন’ পালনের আগে এবং পরে কলকাতায় প্রতিবাদের বিভিন্ন কর্মসূচিতেও বিভিন্ন মহলের ডাক্তাররা অংশগ্রহণ করেছেন৷ অন্যদিকে, পশ্চিমবঙ্গের চালু এই আইনের বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে৷ আর, এই ধরনের পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তের ডাক্তাররা দিল্লির পথে হাঁটলেন পশ্চিমবঙ্গের চালু এই আইনের প্রতিবাদে৷ তবে, শুধুমাত্র আবার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল-ও নয়৷

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে চিকিৎসায় অবহেলার অভিযোগে আক্রান্ত হচ্ছেন ডাক্তাররা, তার বিরুদ্ধেও ‘দিল্লি চলো’তে শামিল হয়েছেন ১০ হাজারের বেশি ডাক্তার৷ পশ্চিমবঙ্গ থেকে ৫০ জন ডাক্তার ‘দিল্লি চলো’তে অংশ নিয়েছেন৷ তবে, দিল্লি এবং দেশের রাজধানীর আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে সব থেকে বেশি ডাক্তার মঙ্গলবার জোটবদ্ধ হয়েছেন বলেই জানানো হয়েছে৷ আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার সভাপতি, ডাক্তার রামদয়াল দুবে বলেন, ‘‘রাজঘাট থেকে এই পদযাত্রার সূচনা হয়৷ শেষ হয় ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে৷ সেখানে সভায় গোটা দেশের ডাক্তাররা অংশগ্রহণ করেছেন৷’’

ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশের তরফে এমনও মনে করা হচ্ছে যে, একই সঙ্গে চিকিৎসক এবং রোগীদের স্বার্থে আইএমএ সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল-এর বিভিন্ন ধারার সংশোধন দাবি করছে৷ যে কারণে, ‘জাতীয় কালো দিনে’র পর যেভাবে ‘চলো দিল্লি’তেও পশ্চিমবঙ্গের চালু এই আইনের বিরোধিতা করা হয়েছে, তাতে দাবির পূরণের লক্ষ্যে পৌঁছতে আইএমএ-র সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি প্রচেষ্টা জারি রাখবে৷