দুই ল্যাবে রাজশাহীর ৭১ জনসহ আরো ৮৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুইটি করোনা পরীক্ষ ল্যাবে শুক্রবার (১৭ জুলাই) আরো ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭১ জন রাজশাহী জেলার, ১৭ জন নাটোরের ও ১জন পাবনার।

এছাড়া শনাক্ত রোগীদের মধ্যে চিকিৎসক ৭জন, র‌্যাবের সদস্য ৭জন ও পুলিশের ৩জন সদস্য রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উভয় ল্যাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজশাহী জেলার ৭১ জনের মধ্যে ৭০জন নগরীতেই অবস্থান করছেন। অপর ১জন পুঠিয়া উপজেলার বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুল নাহার জানান, শুক্রবার দুই সিফটে তাদের ল্যাবে মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ৬০ জনের করোনা ধরা পড়ে। এদের মধ্যে রাজশাহী জেলার ৪৩জন ও নাটোরের ১৭জন।

এদিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এদিন মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ২৯জনের করোনা পজিটিভ। এদের মধ্যে রাজশাহী নগরীর ২৮জন এবং পাবনার একজন।

স/রা