দল থেকে বাদ পড়ায় আমার রান ক্ষুধা বেড়েছে: হাশিম আমলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলা। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে ক্রিকেটে এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে দলে ফিরে দুর্দুান্ত ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকার এই মুসলিম ক্রিকেটার।

ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষমাণ দক্ষিণ আফ্রিকান এ ওপেনার। বলেন, ‘আমি যেকোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে ক্ষুধার্ত। জাতীয় দলের জার্সি গায়ে অনেক দিন খেলার সৌভাগ্য হয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে ওয়ানডে দল থেকে দূরে ছিলাম, এটা আমার ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। এটা আমার তৃতীয় বিশ্বকাপ, ফলে এ ধরনের আসরে কী করতে হয়, তাও আমার জানা।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে ২৭টি সেঞ্চুরিতে ৪৯.৭৪ গড়ে ৭ হাজার ৯১০ রান সংগ্রহ করা আমলা বলেন, ‘ইংল্যান্ডে আমার রেকর্ড দারুণ। সব সময়ই এখানে খেলাটা উপভোগ করেছি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষেও আমরা খেলেছি, বেশ সাফল্যও পেয়েছি। ওদের বিপক্ষেও আমি অতীতে ভালো করেছি।’