দলের বাইরের কাউকে নিয়ে কথা বলতে চান না ডমিঙ্গো

গত বছর এক সাক্ষাৎকারে মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘রাসেল (ডমিঙ্গো) আমাকে এক কাপ কফির দাওয়াত দিয়েছিলেন। এখনো আমি এর অপেক্ষায় আছি। ’ চট্টগ্রামে বৃহস্পতিবার বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর সংবাদ সম্মেলনে মাশরাফির প্রসঙ্গে উঠেছিল। তখন ডমিঙ্গো জানিয়ে দিলেন, স্কোয়াডের বাইরে রয়েছে এমন কাউকে নিয়ে কথা বলতে চান না তিনি।

ডমিঙ্গোকে প্রশ্ন করা হয়, মাশরাফিকে দেওয়া সেই কফির দাওয়াতের বিষয়ে আপনার মন্তব্য কী? জবাবে ডমিঙ্গো পাল্টা প্রশ্ন করে বসেন, ‘মাশরাফি কি অবসর নিয়েছে? সত্যি বলতে স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে আমি কথা বলতে আগ্রহী নই। বাইরে থেকে নানা ধরনের কথা আসে, মানুষ যা-ই বলুক বা লিখুক না কেন সেগুলো আমার জীবনে গুরুত্বপূর্ণ নয়। আমার সব মনোযোগ আমার দল, আমার পরিবার ও আমার কাজের ওপর। ‘

ডমিঙ্গো অবশ্য সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় সাংবাদিকদের বলে গেছেন মাশরাফিকে ‘হাই’ জানাতে। তিনি বলেন, “মাশরাফিকে আমার ‘হাই’ জানিও। ” এ কথা বলেই বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে চলে যান ডমিঙ্গো।

 

সূত্রঃ কালের কণ্ঠ