‘দঙ্গল’ এখনো দৌড়াচ্ছে

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

গত বছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত সিনেমা দঙ্গল। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলতে থাকে সিনেমাটি। একের পর এক রেকর্ড গড়ে এটি। এবার পিকে সিনেমাটিকে পেছনে ফেলে সবচেয়ে ব্যবসাসফল ভারতীয় সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে দঙ্গল

ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট ও তার মেয়ে গীতা ও ববিতার জীবনী নিয়ে নির্মিত দঙ্গল। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে গীতার স্বর্ণ জেতার কাহিনি নিয়ে নির্মিত দঙ্গল সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার,  ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, জাইরা ওয়াসিম প্রমুখ। দঙ্গল সিনেমাটি এখন পর্যন্ত সর্বমোট ৮০১ কোটি রুপি আয় করেছে।

অন্যদিকে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত পিকে সিনেমাটি মুক্তির কয়েকমাসের মধ্যেই সে সময় তালিকার শীর্ষে থাকা ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম-থ্রি’ সিনেমাকে অতিক্রম করে শীর্ষস্থান দখল করে। মাত্র ৮৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত পিকে  আয় করেছে ৭৯২ কোটি রুপি। বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি প্রযোজিত সায়েন্স ফিকশন-কমেডি ঘরানার সিনেমা পিকে। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির খান, অনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানিসহ আরো অনেকে।

সবচেয়ে ব্যবসাসফল ১০ ভারতীয় সিনেমার মধ্যে চারটি সিনেমাই আমির খানের। দঙ্গল, পিকে, ধুমথ্রি ছাড়াও তালিকার শীর্ষ দশে রয়েছে এ অভিনেতার থ্রি ইডিয়টস সিনেমাটি। তালিকায় সালমান খানের রয়েছে তিনটি সিনেমা। এগুলো হলো-বজরঙ্গি ভাইজান, সুলতান এবং প্রেম রতন ধন পায়ো অন্যদিকে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসদিলওয়ালে রয়েছে এই তালিকায়। এ ছাড়া শীর্ষ দশের এ তালিকায় রয়েছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো সিনেমা বাহুবলিদ্য বিগিনিং

সূত্র: রাইজিংবিডি