তুরস্কে বিদেশি শিক্ষার্থীদের ‘ওয়ার্ক পারমিট’ দেয়ার ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কে বিদেশি শিক্ষার্থীদের শিগগিরই ‘ওয়ার্ক পার্মিট’ পাবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ওয়ার্ক পারমিটের পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্যবিমা করা হবেও জানান তিনি।

শনিবার ইস্তাম্বুলে ১১তম আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মিলনী অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্কে স্নাতক অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা খুব শিগগিরই কাজ করার অনুমতি পাবে (ওয়ার্ক পারমিট)।

ইতিপূর্বে তুরস্কে স্বাস্থ্যবিমা করতে হলে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু এখন থেকে আর অপেক্ষা করতে হবে না জানিয়েছে তিনি বলেন, সব শিক্ষার্থীই এখন থেকে তিন পাস অপেক্ষা না করেই স্বাস্থ্যবিমার সুযোগ পাবে।

উল্লেখ্য, তুরস্কে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিদেশি শিক্ষার্থী পড়ালেখা করছে।