তালেবানদের নির্দয় বললেন মার্কিন শীর্ষস্থানীয় জেনারেল

তালেবানকে নির্দয় গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছেন মার্কিন শির্ষস্থানীয় জেনারেল জেন মার্ক মিলে। তিনি বলেছেন, তারা পরিবর্তন হবে কি না তা স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শেষ হয়েছে গত ৩১ আগস্ট। তালেবানকে উৎখাত করার জন্য আক্রমণ চালানোর পর যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ হয়েছে গত মঙ্গলবার।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে পাশে নিয়ে কথা বলেছেন জেন মার্ক মিলে। আফগানিস্তান থেকে  সেনা প্রত্যাহার করে নেওয়ার পর জনসম্মুখে এটাই ছিল তার প্রথম বক্তব্য।

বুধবার সংবাদ সম্মেলনে জেনারেল মিলে এবং প্রতিরক্ষামন্ত্রী অস্টিন দুজনেই আফগানিস্তানে কাজ করা সৈন্যদের প্রশংসা করেন এবং ব্যাপকভাবে উদ্ধার অভিযানের ব্যাপারেও তাদের প্রশংসা করেছেন।

অস্টিন বলেছেন, আমরা তালেবানদের সাথে খুব সংকীর্ণ ইস্যুতে কাজ করছি, এবং এটা করা হয়েছিল যতটা সম্ভব মানুষকে বের করার জন্য।

উদ্ধার অভিযানে কাবুল থেকে এক লাখ ২৩ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, বর্তমানে ১০০ থেকে ২০০ মার্কিনি আফগানিস্তানে আছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ