তামিমের শতকে ২০০ পেরিয়ে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশ: ৩২ ওভার শেষে ২১৪/২।

আউট: সৌম্য সরকার ১৯, ইমরুল কায়েস ৬১

তামিমের ১০০: সৌম্যর বিদায়ের পর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তোলেছেন তামিম ইকবাল। শুরতে ধীর ব্যাটিং করলেও সৌম্যের আউটের পর মারমুখী ভঙ্গিতে দেখা যায় দেশসেরা এ ওপেনারকে। পাকিস্তানি বোলার ফাহিম আশরাফের করা ১৪তম ওভারের প্রথম বলটি বাউন্ডারিতে পাঠিয়ে ফিফটি পূরণ করেন তামিম। ফিফটি পূরণ করতে ৩৯ বল মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।৯০ বলে ১০১ রান  করে ব্যাটিং করছেন তামিম।

শুরুতেই ফিরলেন সৌম্য: দুর্দান্ত শুরুর পর সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে ঝড়ো ব্যাটিংয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ১৯ রানে জুনায়েদ খানের বলে বাবর আযমের হাতে ধরা পড়েন সৌম্য।

আগামী ৩০ মে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।