বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে ১০ কোটি টাকার সড়ক এক বছরেই দেবে গিয়ে ফাটল

Paris
নভেম্বর ১৫, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সংস্কারের এক বছর যেতে না যেতেই রাজশাহীর তানোর-চৌবাড়িয়া সড়কটির বিভিন্ন স্থান দেবে গেছে। ফাটল দেখা দিয়েছে সড়কের বিভিন্ন স্থানে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চালকদের সতর্ক করতে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর দেবে যাওয়া স্থানগুলোতে লাল নিশান টাঙিয়েছে। গত বছর ১০ কোটি টাকা ব্যয়ে ১০ দশমিক ১৪ কিলোমিটার সড়কটি সংস্কার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের সময়ও যেনতেনভাবে কাজ করা হয়। তারা প্রতিবাদ করেছিলেন। কিন্তু উপজেলা প্রকৌশলী তা আমলে নেননি।

২০২০ সালে তানোর সদর থেকে চৌবাড়িয়া পর্যন্ত এ সড়কটি সংস্কারে টেন্ডার হয়। ১০ কোটি ৮৬ লাখ ব্যয়ের টেন্ডারটি পায় যশোরের দড়াটানার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মইনউদ্দিন লিমিটেড। কার্যাদেশ দেওয়া হয় ২০২০ সালের ৩০ আগস্ট। কিন্তু করোনা মহামারীর অজুহাতে বেশ কিছুদিন কাজ শুরু করেননি ঠিকাদার। এরই মধ্যে মেসার্স মইনউদ্দিন কাজটি নিজে না করে রাজশাহীর স্থানীয় ঠিকাদার ওয়াসিমের কাছে লাভে কাজটি বিক্রি করে দেয়। দ্বিতীয় ঠিকাদার ২০২২ সালের মাঝামাঝি কাজ শুরু করেন।

তানোর-চৌবাড়িয়া সড়কের ধানতৈড় এলাকার বাসিন্দারা অভিযোগে বলেন, টেন্ডারের শর্তানুযায়ী পুরাতন রাবিশ অপসারণ করে নতুন খোয়া মিশ্রন দিয়ে রোলিং করার পর দ্বিতীয় স্তরে বালু ও খোয়া দেওয়ার কথা। কিন্তু ঠিকাদার রাবিশ অপসারণ করে সেগুলো পুনরায় সড়কে বিছিয়ে সোজা কার্পেটিং করে দ্রুত কাজ শেষ করেন। সড়কটি সংস্কারের সময় ঠিকমতো রোলিংও করা হয়নি। এ কারণে সড়কটির অধিকাংশ স্থান দেবে গেছে।

সরজমিনে দেখা গেছে, সড়কের মাদারীপুর বাজার পয়েন্টে বেশ কিছু ফাটল সৃষ্টি হয়েছে। অনেক জায়গা ফেটে চৌচির হয়েছে। সড়কটির ধানতৈড় মোড়ের জসিম উদ্দিনের দোকানের সামনে ৫-৬ হাত স্থান দেবে গেছে। এ পয়েন্টে অনেক জায়গায় সড়কে ফাটল ধরেছে। দুর্ঘটনা এড়াতে মোড়ের আগে-পিছে সতর্কীকরণ লাল নিশান টাঙানো হয়েছে। দরপত্র কার্যাদেশে সড়কের দুই পাশে ঘাস লাগানোর কথা থাকলেও ঠিকাদার তা করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, টেন্ডার কিনে নিয়ে কাজ করলে মান কখনোই ভালো হওয়ার কথা নয়। এলজিইডির কর্মকর্তারা এসব জেনেও কোনো ব্যবস্থা নেন না। যে ঠিকাদার নিজে কাজ করবেন না তাকে দেওয়া উচিত নয়।

এলাকাবাসী জানান, এ সড়কে দিনে যানবাহন চালকরা সতর্ক হয়ে চলাচল করতে পারলেও রাতে তারা দুর্ঘটনায় পড়ছেন। এলাকাবাসী দেবে যাওয়া ও ফাটল হওয়া স্থানগুলো দ্রুত মেরামতের দাবি করেছেন। নাহলে ভারি যানবাহন চলাচলের ফলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা।

নিম্নমানের কাজে অভিযোগ অস্বীকার করে সড়কটির দ্বিতীয় ঠিকাদার ওয়াসিম হোসেন বলেন, সড়ক তো সারাজীবন নতুন থাকবে না। নতুন বরাদ্দ এলে দেবে যাওয়া ও ফাটল হওয়া স্থানগুলো ঠিক করা হবে।

এলজিইডির তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটির নষ্ট হওয়া জায়গাগুলো সংস্কার করা হবে। নিম্নমানের কাজের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ - রাজশাহীর খবর