তানোরে মোটরসাইকেলের ধাক্কায় ধান কাটা শ্রমিক নিহত

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তাজেমুল ইসলাম (৩৮) নামে একজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তানোর পৌর এলাকার আমশো মেডিকেল মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজেমুল ইসলাম উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার আইড়া মোড়ের বাসিন্দা আব্দুস সাত্তার পুত্র।

এবিষয়ে আজ শনিবার সকালে নিহতের ভাই রবিউল ইসলাম বাদি হয়ে নাহিদ হাসান নামে একজনকে অভিযুক্ত করে তানোর থানায় একটি মামালা করেছেন।

জানা গেছে, তানোর পৌর এলাকার আমশো গ্রামের রাকিবুর রহমানের জমি থেকে ধান কেটে মাথায় নিয়ে শ্রমিকরা ফিরছিলেন। এসময় উপজেলার সিধাইড় গ্রামের আব্দুল হান্নানের পুত্র নাহিদ হাসান বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় তাজেমুল ইসলাম নামে ওই শ্রমিককে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও অন্য শ্রমিকরা আহত অবস্থায় তাজেমুলকে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করতে বলেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তাজুলের মৃত্যু হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘এবিষয়ে থানায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।

স/অ

আরো পড়ুন …

তানোরে সিরিয়াল ধর্ষক হাসান গ্রেপ্তার