সান্তাহারে পণ্যবাহী বিশেষ ট্রেন চলাচল শুরু

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের উপর দিয়ে পণ্যবাহী বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শনিবার থেকে এ পণ্যবাহী পার্শ্বেল ট্রেনটি যাত্রা শুরু করে। পঞ্চগড় থেকে ছেড়ে প্রায় ১৯টি স্টেশনে যাত্রাবিরতি করে ট্রেনটি ঢাকা পৌঁছাবে।


রেলওয়ে সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারনে গত ২৪মার্চ থেকে ৯মে পর্যন্ত প্রায় দেড় মাস ধরে সকল ট্রেন বন্ধ থাকার পর শনিবার বিকেল থেকে নিত্য প্রয়োজনীয় কাচামাল পরিবহনের জন্য শুধুমাত্র পণ্যবাহী বিশেষ (পার্শ্বেল) ট্রেন চালু করা হয়েছে। ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাংগারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ীমোহনপুর ও তেজগাঁও রেলস্টেশনে মালামাল উঠা-নামানোর জন্য যাত্রাবিরতি করবে।

সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, কৃষকদের উৎপাদিত নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন- শাক সবজি, ডিম, মাছ, আলুসহ নানা ধরনের মালামাল সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি চালু করা হয়েছে।

স/অ

আরো পড়ুন …

আদমদীঘিতে ঢাকা ফেরত স্বামীর জ্বর থাকায় ঘর থেকে বের করে দিলেন স্ত্রী