তানোরে পুলিশ সদস্যসহ দু’জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ল্যাবে আজ সোমবার প্রথম পর্যায়ের নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের দুজনই তানোরের। তাদের মধ্যে একজন তানোর থানার পুলিশ সদস্য। আক্রান্ত অপরজন তানোর থানার পরিচ্ছন্নতা কর্মী। রাজশাহীতে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘আক্রান্তদের মধ্যে একজন কনস্টেবল, আর অপরজন পরিচ্ছন্নতাকর্মী। তাদের করোনা পজিটিভ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘থানার দু’জন করোনা পজিটিভ আসার বিষয়টি অবগত হয়েছি। দ্রুত তাদেরকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে আক্রান্তদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে কোয়ারেনটাইনে পাঠানো হবে। পর্যায়ক্রমে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।’

এর আগে গত ২৮ এপ্রিল তানোরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আক্রান্ত ওই যুবক (১৮) উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া হাপানিয়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে সম্প্রতি বাড়িতে ফেরেন।

স/আর

রাজশাহী ল্যাবে প্রথম ধাপে ৫ জনের করোনা শনাক্ত, বিভাগে সংখ্যা দাঁড়ালো ১১৬