তানোরে কৃষকের ধান কেটে দিলেন আনসার সদস্যরা

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে করোনা কালিন সময়ে ধান কাটা শ্রমিক সংকট থাকায় কৃষকের ধান কেটে দিলেন উপজেলার আনসার-ভিডিপি’র সদস্যরা।

তানোর উপজেলার আনসার কম্পানীর কমান্ডার রাকিবুল ইসলামের নেতৃত্বে ১২জনের আনসার-ভিডিপি’র সদস্যের একটি দল উপজেলা আড়াদিঘি গ্রামের আসাদ আলী নামে এক গরীব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে।  বুধবার সকাল থেকে বৃষ্টিতে ভিজে আনসার-ভিডিপি সদস্যরা ধান কাটে।

কৃষক আসাদ আলী বলেন, করোনা এই সময়ে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছিল না। কয়েকজন শ্রমিক পাওয়া গেছিলো তারা অনেক মজুরী নিবে। আমি গরীব মানুষ শ্রমিকের টাকা কিভাবে দিবো। আমার বর্গা নেয়া ২ বিঘা জমির ধান আনসার ভিডিপি’র একটিদল খারার আবহওয়ার মধ্যে তারা আমার ধান কেটে দিয়েছে। আমি অনেক খুশি।

তানোর উপজেলার আনসার কম্পানীর কমান্ডার রাকিবুল ইসলাম বলেন, আমি লোক মারফত জানতে পারি গরীব কৃষক আসাদ আলী’র বর্গা নেয়া জমিতে ধান কাটার শ্রমিক পাচ্ছে না। এলাকার যেসব শ্রমিক ধান কাটতে চেয়েছেন তারা মজুরী অনেক বেশি নিবে। তাই আমি নিজ উদ্দ্যোগে আমাদের আনসার ও ভিডিপি’র সমস্যদের নিয়ে সেচ্ছায় ওই গরীব কৃষকের ধান কেটে দিয়েছি।