তানোরে এক রাতে ১২ খড়ের পালায় আগুন


তানোর প্রতিনিধি:  রাজশাহীর তানোরে এক গ্রামের রাতের আধারে সাত জনের ১২ টি খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়েচ্ছে দূর্বৃত্তরা।

এবিষয়ে রবিবার দুপুরে তানোর থানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

জানা গেছে, শনিবার গভীর রাতে তানোর পৌর এলাকার রায়তান বড়শো গ্রামের রিয়াজ উদ্দীন, সিরাজ উদ্দীন, বুলবুল আহম্মেদ, আব্দুর রশিদ,রফিকুল ইসলাম,ফিরোজ কবীর,মিরাজুল ইসলামের পৃথক পৃথক খড়ের পালায় আগুন লাগিয়ে দূর্বৃত্তরা। স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন করলে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

প্রায় ১০০ বিঘার জমির খড়ের পালা আগুনের পুড়ে নষ্ট হয়ে যায়। বর্তমান পুড়ের যাওয়া খড়ের বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যাক্তিরা। তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগ পেযেছি। দূর্বৃত্তদের খুজে বের করার চেষ্টা চলছে।

স/রি