বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন এমপি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ফোরামে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলার তমালতলার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিসিন, চক্ষু, গাইনী, ডেন্টাল, হাড়-জোড়, সার্জারী, শিশু বিষয়ে পরামর্শসহ বিনামূল্যে এ ক্যাম্পে ব্লাড গ্রুপিং করানো হয়। ছয়জন চিকিৎসকসহ মোট দশ জন এ ক্যাম্পে দিনব্যাপী প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন বলে আয়োজকরা জানান।

এদিন সকালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ক্যাম্প সাংসদ শহিদুল ইসলাম বকুল ঘুরে দেখেন এবং নিজেও ক্যাম্পে চোখের চিকিৎসা গ্রহন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি ফিরোজ হোসাইন প্রমুখ।

স/রি