তানোরে অভ্যন্তরীণ ধান-চাল-গম সংগ্রহ শুরু

তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে গোল্লাপাড়া খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ধান, চাল ও গম ক্রয় কমিটির সভাপতি ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।

সংগ্রহ কার্যক্রমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির, গোল্লাপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) তারেকুজ্জামান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির জানান, চলতি বছর ২৮ টাকা কেজি দরে ৩৪২ টন গম, ২৬ টাকা কেজি দরে এক হাজার ৭৭৯ টন ধান, ৩৮ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে আতব চাল মোট এক হাজার ১০০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম এবং ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

স/অ

আরো পড়ুন …

তানোরে মোটরসাইকেলের ধাক্কায় ধান কাটা শ্রমিক নিহত