ঢাবির ভর্তি পরীক্ষা চলাকালীন রাবিতে যান চলাচলে বিধি-নিষেধ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের (২০২১-২২) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ মে থেকে অনুষ্ঠিত হবে। এ সময় ক্যাম্পাসে পরীক্ষা চলাচালীন যান চলাচলে বিধিনিষেধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের যানবাহন কাজলা গেট ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হয়ে যাবে। পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো যান চলাচল করতে পারবে না।

এছাড়া আগামী ৪, ১০-১১ ও ১৭ জুন পর্যন্ত রাবিতে ঢাবির প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।