ডিজিটাল যুগে রানার

সৈয়দ আনোয়ার সাদাৎ

রানার চলেছে রানার,
স্বল্প টাকার পেশা তার
অন্যের খবর আনার।
যুগ-যুগের ঐতিহ্য নিয়ে
চলছে গাঁয়ের রানার,
মাথায় ছাতা,কাঁধে ব্যাগ
পথ চলেছে পথের পর।
ডিজিটালে ছড়াছড়ি দেশ
পায়নি তবু ছোঁয়া তার,
দৈন্যের উপহাস মাথায় নিয়ে
পেশায় তবু দুর্বার।
রানার চলেছে রানার,
জুতা হীন পায়ে দুর্বার,
প্যান্ট শার্ট তারে দিয়েছে চমক
ডিজিটাল যুগের রানার।
কবে যে খুলবে এসব রানারের
বন্ধ হওয়া ভাগ্য
পাবে টাকা হবে গাড়ি
দুমুঠো সুখ খাদ্য।
পাক বা না পাক তবু রানার
চলেছে দূর পথ,
রোদ-বৃষ্টি-ঝড় মাথায় করে
ছুটিয়ে জীবনের রথ।