সোমবার , ৫ ডিসেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ট্রাম্প চালাক লোক : পুতিন

Paris
ডিসেম্বর ৫, ২০১৬ ১২:৪১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প একজন চালাক লোক। নতুন দায়িত্ব খুব দ্রুতই বুঝে নিতে পারবেন তিনি।

রুশ টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন।

রোববার দেওয়া ওই সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ট্রাম্প একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। তিনি এরই মধ্যে রাষ্ট্রনায়ক বনে গেছেন। তিনি বিশ্বের অন্যতম নেতৃত্বদানকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রধান।’

‘ব্যবসায় সফল হওয়া দিয়ে এটাই বোঝায় যে, তিনি (ট্রাম্প) একজন চালাক লোক। আর তিনি চালাক হয়ে থাকলে, সম্পূর্ণভাবে ও খুব দ্রুততার সঙ্গে আরেক পর্যায়ের দায়িত্ব বুঝে নিতে পারবেন।’

সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে পুতিন বলেন, একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা সৃষ্টির প্রয়াস ব্যর্থ হয়েছে।
‘পরিস্থিতি বদলাচ্ছে। এটা কারো কাছে গোপনীয় নয়, প্রত্যেকেই এটা দেখতে পাচ্ছে যে, আমাদের অনেক সহযোগী এরই মধ্যে আন্তর্জাতিক নীতিগুলো মেনে চলতে চাচ্ছে। কারণ, বিশ্বের ভারসাম্য ধীরে ধীরে ফিরছে’, বলেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, সম্পর্ক স্থাপনের সময় রাশিয়া অন্য দেশের স্বার্থের প্রতি সম্মান দেখাবে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক