ট্রাফিক সচেতনতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রথম আলোর পাঠক ফোরাম বন্ধুসভার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায়  নগরীর কাজলা এলাকায় ট্রাফিক সচেতন মানববন্ধন ও গণসচেতনমূলক প্রচার কর্মসূচীর আয়োজন করে তারা। 

বন্ধুসভার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওসমান প্রফেসর ড. এম গনি তালুকদার,উপ-উপাচার্য  প্রফেসর ড. নুরুল হক চৌধুরীসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।

সাধারণ সম্পাদক জাফির আহমেদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বন্ধুসভার সভাপতি সাদ্দাম হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ কামাল, ফাতিহা আলম, ইসরাত জাহান রিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাবিরা রাহমান লিমু। 

 মানববন্ধন পরিচালনায় সহোযগিতায় ছিলেন এক্সিকিউটিভ মেম্বার জারিন তাসনিম বিষ্ময়, জাকিয়া সুলতানা সেতু, হানিফ মোহাম্মদ, মামুনুর রশিদ নাজিম সারাফাতসহ আরো অনেকে।

মানববন্ধনে ট্রাফিক আইন মেনে চলতে চালকদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয় এবং সেই সাথে বিভিন্ন গণসচেতনাতা মূলক স্টিকার যানবাহনে আটকানো হয়।

স/শ