টেয়াকওয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে ব্যাংকক যাচ্ছেন রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি:
আগামী ২৫শে মার্চ অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অব থাইল্যান্ডে শুরু হতে যাওয়া `The 13th  AU Taekwondo International championship Prince’s Cup 2017’ তে প্রথমবারের মত অংশগ্রহণ করতে থাইল্যান্ড যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী মো. নাঈম।

 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল কোচ হিসেবে তাঁর সাথে যাচ্ছেন। আগামী ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কামরুজ্জামান চঞ্চল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। শুধু তাই নয়, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগী তার দেশের প্রতিনিধিত্বও করবেন।
প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ২০শে মার্চ রিও গেমস্ ২০১৬ এর শারীরিক প্রশিক্ষক ইরানের কোচ মেহরানের নেতৃত্বে ৫ দিনব্যাপী টেয়াকওয়ানডো ইন্টারন্যাশনাল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। ট্রেইনিংয়ে অংশ নিতে আগামীকাল শুক্রবার আমরা দু’জন ব্যাংককের উদ্দেশে রওনা হবো।

স/শ