টেলিনর ইয়ুথ ফোরামে আবেদন গ্রহণ শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:
টেলিনর ইয়ুথ ফোরামে বাংলাদেশ থেকে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হয়েছে।

 

শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে গ্রামীণফোন আবেদন নেওয়ার বিষয়টি ঘোষণা দেয়।

চলতি বছরের ডিসেম্বরে সুইজারল্যান্ডের অসলোতে ইয়ুথ ফোরাম অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রভাব বিস্তারকারী তরুণেরা অংশগ্রহণ করবেন।

 

প্রযুক্তি উত্থানের এই সময়ে তরুণদের একসঙ্গে কাজ করার একটি মঞ্চ করে দেওয়ার মাধ্যমে একটি প্রজন্মের ক্ষমতায়ন নিশ্চিত করাই এই ইয়ুথ ফোরামের উদ্দেশ্য। এ বছর এ ফোরামের বিষয় নির্ধারিত হয়েছে ‘শান্তির জন্য প্রযুক্তি’।

 

দেশ থেকে প্রাথমিক এই বাছাইয়ে শিক্ষার্থী, তরুণ শিক্ষাবিদ ও উদ্ভাবকরা নিবন্ধন করতে পারবেন। ৬ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই লিঙ্কে গিয়ে আবেদন জমা দেয়া যাবে।

 

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটের শিক্ষার্থী আবরেশম হক এবং শাবাব রহমান স্থানীয় টেলিনর ইয়ুথ ফোরামে জিতে অসলোতে টেলিনরের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

 

এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে ইয়ুথ ফোরাম ওয়েবসাইট থেকে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল ও গ্রামীণফোনের সেন্টার অব এক্সপার্টাইজ, পিপলস অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন।