ঘুমিয়ে গেলেও গান বন্ধ করবে যে অ্যাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাতে স্মার্টফোনে গান শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেলেন। সারা রাত গান চলার পর চার্জ শেষে ফোন বন্ধ হয়ে গেল। অ্যালার্ম না বাজায় অফিসে পৌঁছাতে দেরি হয়ে গেল। সঙ্গীতপ্রেমীদের এমন ঝামেলায় প্রায়ই পরতে হয়।

তবে স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা থাকলে এমন ঝামেলায় আর পড়তে হবে না। নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে গান বন্ধ হয়ে যাবে। তেমনি একটি অ্যাপ হলো ‘ফোনোগ্রাফ মিউজিক প্লেয়ার’।

 

এ ছাড়া অ্যাপটি মিউজিক প্লেয়ার হিসেবেও কাজ করবে। ফলে গান শোনা হবে আরও আনন্দময়। কেননা স্মার্টফোনে থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করা হলে তা থেকে আরও ভালো সার্ভিস দেবে।

 

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
মিউজিক প্লেয়ারটিতে রয়েছে ম্যাটেরিয়াল ডিজাইন। ইউজার ইন্টারনেফেস বেশ সহজ ও সুন্দর।

অ্যাপটি ব্যবহার করে পছন্দমত গানের প্লেলিস্ট তৈরি ও এডিট করা যাবে।

লকস্ক্রিন থেকে মিউজিক কনট্রোলের সুবিধা আছে।

apps-music-techshohor

অ্যালবাম, গায়ক, প্লে লিস্ট ইত্যাদি আকারে গানের ক্যাটাগরি সাজানো রয়েছে। ব্যবহারকারীরা পছন্দমত ক্যাটাগরিতে গিয়ে গান শুনতে পারবেন।

হিস্টোরি অপশন থেকে দেখে নেওয়া যাবে অ্যাপটি ব্যবহার করে কোন গান শোনা হয়েছে।

এতে রয়েছে টাইমার সুবিধা। ফলে রাতে মিউজিক চালু করে ঘুমিয়ে গেলেও চিন্তা নেই। নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে মিউজিক প্লেয়ারটি বন্ধ হয়ে যাবে।

ইকোলাইজার কট্রোলের সুবিধাও রয়েছে। পছন্দমত ব্যবহারকারীরা সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারবেন।

বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।