টেকনোলজিস্ট পদে সনদবিহীন লোকবল নির্মূলসহ আট দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে মেডিকেল টেকনোলজিস্ট পদে সনদবিহীন লোকবল নির্মূলসহ আট দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ রাজশাহী শাখা এ কর্মসূচির আয়োজন করে।

Image may contain: 5 people, people standing and outdoor

মানববন্ধন চলাকালে বক্তারা বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালসহ সকল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে অবিলম্বে অদক্ষ, সনদবিহীন লোকবল নির্মূল করে মেডিকেল টেকনোলজিস্টদের প্রাইভেট চাকরি নীতিমালা প্রণয়ন করার কথা বলেন। কেবল তাই নয় এটি বাস্তবায়ন এবং আগামী মন্ত্রী পরিষদের সভায় ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চূড়ান্ত করার দাবিও জানান। এছাড়া সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি করাসহ শূন্য পদে স্থগিতকৃত নিয়োগ চালুর দাবি জানান বক্তারা।

Image may contain: 4 people, crowd and outdoor

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলালের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আক্তার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সম্পাদক জামাত খান।

স/অ